অবেলার ডাক ফাউন্ডেশন
অবেলার ডাক ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৫ সালে মোঃ রিসালাত মীরবহর এটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠান মানবতার বিষয়গুলোকে চিন্তা করে সমাজের দারিদ্রতা, বেকারত্ব, ক্ষুধা, মাদকাসক্ত মানুষ সহ অসহায় ছিন্নমূল মানুষের দূর্ভোগ লাঘবে তাদের পাশে দাড়ানোর জন্য একটি মহৎ উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অবেলার ডাক মানুষের সুশৃঙ্খল মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণমূলক সমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া নৈতিক ও আদর্শিক সমাজ গঠন করা সহ আত্মমানবতার সেবা করাই অবেলার ডাক ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। মূলত দরিদ্র, অসহায়, সম্বলহীন, সুচিকিৎসা থেকে বঞ্চিত হত দরিদ্র মানুষ, মাদকাসক্ত মানুষ সহ বিভিন্ন ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা
মোঃ ছিদ্দিক মীরবহর

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
মোঃ রিসালাত মীরবহর
যোগাযোগ:
মোঃ রিসালাত মীরবহর
E-mail: obalardak@gmail.com
Web: obalardakfoundation.blogspot.com
Contact: +8801516332727 (Only What's App)
Join Us:
Page: Obalardak Foundation Bangladesh
Group: OBALARDAK FOUNDATION BANGLADESH